২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ভ্যাট, আয়কর এবং আমদানি শুল্ক হারে প্রয়োজনীয় বেশকিছু সংশোধনের দাবি জানিয়েছে এফবিসিসিআই। আজ ২৭ জুন ২০১৯ স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এফবিসিসিআই অধিভূক্ত বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ স্ব স্ব খাতের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদ। এছাড়াও এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ এবং সহ-সভাপতি জনাব মো: সিদ্দিকুর রহমান, জনাব রেজাউল করিম রেজনু ও মীর নিজামউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের পরিচালকবৃন্দ আলোচনায় অংশ নেন।