News 02

মান ওয়াটার পাম্প টি ২০ একাডেমি ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

০৪ জানুয়ারী, ২০১৫ঃ

শুরু হয়েছে মান ওয়াটার পাম্প টি ২০ একাডেমি ক্রিকেট লিগ। মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি ক্রিকেট একাডেমি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ও ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসিডিয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ ফজলে ফাহিম,ডিরেক্টর ন্যান্সি জাহারা বিনতে মুসা প্রমুখ।

প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় শুরু হবে প্রথম খেলা। এরপর সাড়ে ১২টায় শুরু হবে দ্বিতীয় খেলা। প্রতি গ্রুপে ৩টি করে দল নিয়ে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠবে। প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ১০ জানুয়ারি। ১৪ জানুয়ারি সেমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে।