সম্পর্কিত তথ্য

শেখ ফজলে ফাহিম একজন উদ্যোক্তা এবং কমিউনিটি লিডার। ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি সমাজে অর্থনীতি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, খেলাধুলা, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের প্রভাব সম্পর্কে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। শেখ ফজলে ফাহিম একাধিক দেশিয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান/ সংস্থার বোর্ড সদস্য। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন (সিআইপি), ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কর্তৃক সার্টিফিকেট অব মেরিট এবং গ্লোবাল ট্রেড লিডার্স ক্লাব কর্তৃক ইন্টারন্যাশনাল কন্সট্রাকশন বিজনেস অ্যাওয়ার্ডসহ অসংখ্য দেশিয় ও আন্তর্জাতিক পুরস্কার ও মর্যাদা লাভ করেছেন।

শেখ ফজলে ফাহিম ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন-এর বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম-এর চেয়ার। এছাড়াও, তিনি কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএসিসিআই) এবং দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রতিনিধিত্বকারী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজনাল কো-অপারেশন-এর (সার্ক) চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এসসিসিআই) সহ-সভাপতি।

ডব্লিউটিও, ডি-৮, আসিয়ান, সার্ক, বিমসটেক, বিবিআইএন, এসআরসিআইসি, ওআইসি, এপিটিএ’র মতো প্রাইভেট-পাবলিক প্ল্যাটফর্মসহ কমনওয়েলথের মতো আঞ্চলিক, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উদ্যোগে শেখ ফজলে ফাহিম সুস্পষ্ট নেতৃত্বদান ও ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাণিজ্য ও বিনিয়োগকারী সংস্থাসমূহের শীর্ষস্থানীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর (এফবিসিসিআই) সভাপতি; ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কমনওয়েলথের বাণিজ্য ও বিনিয়োগ শাখা কমনওয়েলথ এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট কাউন্সিল-এর (সিডব্লিউইআইসি) বৈশ্বিক উপদেষ্টা; ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সিল্ক রুট ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স-এর (এসআরসিআইসি) কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট সামাজিক কৌশল বাস্তবায়নের লক্ষ্যে শেখ ফজলে ফাহিম-এর বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা, টেকসই উন্নয়ন সক্ষমতা প্রযুক্তি, উদ্ভাবন ও সাবলীল সাংগঠনিক কর্মপরিচালনা এবং নাগরিক অবস্থান বরাবরই প্রশংসিত হয়েছে।

শেখ ফজলে ফাহিম বর্তমানে অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। সংস্থাটি প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদন, বন্টন, লেনদেন এবং ইপিসি সংক্রান্ত কাজ করে থাকে। একইসাথে তিনি এনার্জি, নিউ মিডিয়া, কন্সট্রাকশন, এফএমসিজি ইত্যাদি ভিত্তিক সংস্থা আরএইচএস গ্রুপ লিমিটেড-এর চেয়ারম্যান। এর আগে তিনি শীর্ষস্থানীয় বৈশ্বিক আর্থিক সংস্থা এডওয়ার্ড জোন্স ইনভেস্টমেন্টস-এর আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ ফজলে ফাহিম মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত সেন্ট এডওয়ার্ডস ইউনিভার্সিটি থেকে লিবারেল আর্টস ইন পলিটিক্যাল ইকোনমি বিষয়ে মাস্টার্স করেছেন। মাস্টার’এর অংশ মাসাচুসেট’স হার্ভার্ড ইউনিভার্সিটি তে অধ্যায়ন করেন।

সভাপতি

ডি-৮ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই)

সহ-সভাপতি

কনফেডারেশন অফ এশিয়া-প্যাসিফিক চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই)

চেয়ারম্যান

ইন্ডিয়ান ওসন রিম বিজনেস ফোরাম (২০২১-২০২৩)

সভাপতি

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ২০১৯-২০২১

view all

খবর

ব্লগ

Sheikh Fazle Fahim elected president of D8 CCI

Sheikh Fazle Fahim, president of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI), has been elected president of the D8 Chambers of Commerce and Industry (D8 CCI) for the next two years at the D8 Business Forum.

ভিডিও

যোগাযোগের জন্য অনুরোধ করুন